যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। দ্য নিউ ইয়র্ক টাইমস, ফক্স নিউজ ও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সর্বশেষ খবরে বলা হয়েছে, সিনেট নির্বাচনের প্রাথমিক ফলে ৫১টি আসন রিপাবলিকান পার্টির দখলে যাচ্ছে। যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট। ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এএফপিও জানিয়েছে, ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে আরো কয়েকটি রাজ্যে জয়ের আশা করছে রিপাবলিকানরা। এতে করে সিনেটে তাদের আসন আরও বাড়তে পারে।
রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও তাদের আধিপত্য ধরে রাখতে যাচ্ছে। ২১৮টি আসন পেলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে দলটি। ইতোমধ্যে তারা ১৭৭ আসন নিশ্চিত করেছে। অপরদিকে কমলার দল ১৪০ আসন পেয়েছে।
নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০ ভোটে পৌঁছতে তার প্রয়োজন মাত্র ২৪টি ভোট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাত দোদুল্যমান রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ দুই রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জয় পেয়েছেন ট্রাম্প। সর্বশেষ প্রাপ্ত ভোটের ব্যবধান যাচাই করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের জয়ের সম্ভাবনা খুব দ্রুত বাড়ছে। বর্তমানে তার জয়ের সম্ভাবনা ৯২ শতাংশ।
আরেক সুইং স্টেট পেনসিলভানিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। ৯৩ দশমিক ৭ শতাংশ ভোট গণনা হয়েছে এই রাজ্যে। সেখানে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে কমলা পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৯। এখানে জিতে গেলে ট্রাম্পের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা ধীরে ধীরে শেষ হচ্ছে। শুরু থেকেই পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। মাঝে দূরত্ব কিছুটা কমলেও ট্রাম্পকে ধরতে পারেননি তিনি।