শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে বিতরণ কর্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন।
ওইসময় তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী এবং অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
এ বছর প্রথম ধাপে উপজেলার ৩ হাজার ২শ ৫০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, পেঁয়াজ, মুগ, মসুর বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান সহ কৃষক-কৃষাণিরা।