শেরপুরে বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং শিশু, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সুস্থতা নিশ্চিতকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে শ্রীবরদী সদর ইউনিয়নের বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
আলোচনা শেষে কিশোর-কিশোরীদের মাঝে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারাভিযান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ওইসময় বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।