বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি মইনুল হোসেন প্লাবন এর ‘স্বভাব’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

অর্থের প্রয়োজন নেই
পদমর্যাদার প্রয়োজন নেই
প্রয়োজন আছে শুধু নির্মল স্বভাবের,
যা মানুষের মধ্যে থাকা সর্বাপেক্ষা প্রয়োজনীয়।

Shamol Bangla Ads

কোনো মানুষের সাথে প্রথমবার পরিচিত হলে,
তার চেহারা দেখে মুগ্ধ হওয়ার পূর্বে তার স্বভাব বোঝাটা প্রয়োজন।
মানুষের স্বভাব জটিল হয়
এমনকি আমাদের সহিংসতার দিকে ঝোঁকে থাকে।

তবে আমাদের সহানুভূতি, সহযোগিতা ও আত্মনিয়ন্ত্রণের দিকেও ঝোঁক রয়েছে
উভয় ক্ষেত্রেই হয়তো বীরত্ব আছে, তবে কোনো আরাম নেই।
এখনকার সময়ে দুর্নীতি, আত্মসাৎ, জালিয়াতি,
এ সব বৈশিষ্ট্য সর্বত্র বিদ্যমান।

Shamol Bangla Ads

কিন্তু দুঃখজনকভাবে বিষয় এটাই যে,
সময়ের সাথে সাথে মানুষের স্বভাব
এইসবের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে
ফলে তারা রোজ কোনো না কোনোও অকাজ-কুকাজ করছে।

মানুষের স্বভাব আসলে ৩ প্রকার
এক হল, সে অন্যকে নিজের সম্পর্কে যা দেখিয়ে বেড়ায়;
আর দ্বিতীয় হল, মনে মনে সে নিজেকে যা মনে করে
এবং তৃতীয় স্বভাব হল সে সত্যিকারের অর্থে যেমন হয়।

মানুষের উন্নতি হয় তাদের স্বভাবে
আবার অবনতিও হয় তাদের স্বভাব দোষে।
মানুষের স্বভাব ও চরিত্র গঠনের কাজ
শিশু সময় থেকে মরণের পূর্ব সময় অবধি চলতে থাকে।

মানুষের স্বভাব যদি নির্মল হয়
এবং সে যদি সুশিক্ষিত হয়
তবে সে নিজেকে নিয়ে গর্ব করতেই পারে,
মানুষের স্বভাবকে সহজ করে তোলার চেয়ে সংশোধন করা বেশি কষ্টকর।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!