যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া বেশকয়েকটি রাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২১৬টি ইলেক্টোরাল ভোট।
৫ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।
ডোনাল্ড ট্রাম্প কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা, টেনেসি, নর্থ ড্যাকোটা, সাউথ ডেকোটা, টেক্সাস, লুসিয়ানা, আরকানসাস ও টেনেসী অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।
অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, ইলিনয় ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমালা হ্যারিস।
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।