রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়িচাপায় কলেজশিক্ষার্থী মাহবুব হত্যা মামলায় মুকুল দফাদার (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৩ নভেম্বর রবিবার বিকেলে শহরের সোনার বাংলা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুকুল দফাদার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বদু দফাদারের ছেলে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর একটি গাড়ি দ্রুতগতিতে উঠিয়ে দিলে কলেজশিক্ষার্থী মাহবুব নিহত হয়। ওই ঘটনায় গত ১২ আগস্ট নিহতের মা মোছা. মাফুজা খাতুন শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে শহরের সোনার বাংলা বাস টার্মিনাল এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মুকুল দফাদারকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!