রবি ২০২৪/২৫ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
৩ নভেম্বর রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত প্রমুখ। ওইসময় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণসহ কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।