রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চেক প্রতারণার মামলা : নালিতাবাড়ীর ব্যবসায়ী বাতেন কারাগারে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরে চেক প্রতারণা ও আত্মসাতের এক চাঞ্চল্যকর মামলায় নালিতাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন (৪২) কে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের শুনানী শেষে নালিতাবাড়ীর সিআর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Shamol Bangla Ads

বাতেন উপজেলার আড়াইআনী বাজারের জমশেদ আলীর পুত্র এবং মেসার্স খালেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। রবিবার পর্যন্ত বিষয়টি নালিতাবাড়ীতে টক অব দি টাউন হিসেবে আলোচিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এরশাদ আলী লিটন।

আদালত সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র ও মেসার্স জামাল এন্ড জাহিদ অটোরাইস মিলের স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিনের ব্যবসায়িক পার্টনার ছিলেন আব্দুল বাতেন। দীর্ঘ ব্যবসার সুবাদে ২০২০ সালের ২ মার্চ আব্দুল বাতেনের সাথে নিজ নামীয় কিছু চেক জমা রাখেন জামাল উদ্দিন। পরবর্তীতে চেকগুলো ফেরত না দিলে আব্দুল বাতেন ও তার শ্বশুর নকলা উপজেলার মেসার্স ঝিনুক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হবিবর রহমানকে আসামি করে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তারিখে আদালতে নালিশী মামলা দায়ের করেন জামাল উদ্দিন।

Shamol Bangla Ads

ওই মামলায় তদন্ত শেষে ঘটনার প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন জামালপুরের পিবিআই। পরবর্তীতে বাতেন ও তার শ্বশুরের বিরুদ্ধে আদালতে হাজির হওয়ায় সমন জারি হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!