শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহ-পাঠ্যক্রমিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর শনিবার দিনব্যাপী মোহাম্মদ আলী মডেল স্কুল ও কণিকা ক্যাডেট একাডেমীর উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ওই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকালে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক সাইয়েদ কুতুব। ওইসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এসময় নালিতাবাড়ীর ভয়াবহ বন্যায় মানবিক কাজে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ইউনাইটেড ফর হিউম্যানিটি’ স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে দিনব্যাপী মোহাম্মদ আলী মডেল স্কুল ও কণিকা ক্যাডেট একাডেমীর প্লে গ্রুপ থেকে দশম শ্রেণির প্রায় তিনশতাধিক শিক্ষার্থী ইংরেজীতে বক্তব্য, গান, আবৃত্তিসহ বিভিন্ন বিষয় উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটায়।
এতে শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।