শেরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে সাড়ে ৩ লাখ টাকার যুব উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে যুব ভবন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে যুব ভবন হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, আত্মকর্মী যুবক মো. বাবুল মিয়া প্রমুখ।
আলোচনা সভার শেষে ৩ জন যুব উদ্যোক্তাকে সাড়ে তিন লক্ষ টাকা স্বল্প সুদে ঋণের চেক বিতরণ করা হয়। সেইসাথে ১০ জন নারী সেলাই প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে যুব ভবনের বিভিন্ন স্থানে দেশীয় বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষরোপণ করা হয়।
এর আগে উপস্থিত যুবক-যুবতীদের শপথ বাক্য পাঠ করান উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।