শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে ধানক্ষেত রক্ষায় দেয়া জিআই তারের বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যু, আটক ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ১, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে আমন ধান ক্ষেত রক্ষায় ক্ষেতর চারপাশে দেওয়া জিআই তারের বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় একটি ধানক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে ১ নভেম্বর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা বনবিভাগ ও জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। ময়নাতদন্ত শেষে সেখানেই হাতিটিকে মাটিচাপা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, প্রতি বছর আমন মৌসুমে শেরপুর সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির দল খাদ্যের সন্ধানে নেমে আসে। স্থানীয় কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। একইসাথে ফসল বাঁচাতে ক্ষেতর চারপাশে জিআই তার দিয়ে ঘিরে তাতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রায় অর্ধশত বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের খেতে খাবারের সন্ধানে নামলে একপর্যায়ে পাশে ক্ষেতের চারদিকে থাকা জিআই তারের বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। খবর পেয়ে শুক্রবার সকালে বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন।

শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানান, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে বন্যহাতিটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। সে ছাড়াও জড়িত অন্যদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!