শেরপুরের নকলা পৌরশহরে কাঁচবাজার ও বিভিন্ন মুদির দোকান মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ওই মনিটরিং কাজে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র, সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া এবং পুলিশ সদস্যরা।
মনিটরিংকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, দোকানে একটা দৃশ্যমান জায়গায় মূল্যতালিকা টানাতে হবে, যেখান থেকে পাইকারি পণ্য ক্রয় করা হয়েছে তার পাকা রসিদ সংরক্ষণ করতে হবে। ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করে ক্রেতাসাধারণকে যেন হয়ারানি না করে এবং সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন ক্রয়বিক্রয়ের উপর বিশেষ সতর্কবার্তা দেওয়া হয় ব্যবসায়ীদের। এসব অপরাধীদের কঠোর হস্তে দমন করার হুশিয়ারি দেন ইউএনও দীপ জন মিত্র।
এসময় মূল্যতালিকা টানানো না থাকায় মধ্যবাজারের সন্ধানী স্টোরের মালিককে ২০০ টাকা অর্থদন্ড করা হয়।