ইসরাইলের সাম্প্রতিক হামলার উচিত জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই হামলার জবাব দেওয়া হবে। সোমবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এই হুঁশিয়ারি দেন। ইরানে ইসরাইলের বিমান হামলার বিষয়টি বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল। খবর মেহের নিউজের।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি বলেন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুবিধাজনক সময়ে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার রয়েছে ইরানের। জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদে এ অধিকারের বিষয়টি উল্লেখ আছে।
তিনি বলেন, আন্তর্জাতিক আইন মেনেই ইসরাইলি হামলার জবাব দেবে তেহরান। তিনি ইসরাইলি আগ্রাসনকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
ইরানি রাষ্ট্রদূত বলেন, ইসরাইলের আগ্রাসী আচরণ পশ্চিম এশিয়াকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক আচরণে হতাশা প্রকাশ করেন ইরাভানি।
বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, তেহরান ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলার পদক্ষেপ নিলে পরিণতি ভয়াবহ হতে পারে। মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, আমরা আত্মরক্ষায় কাজ করতে দ্বিধা করব না। যুক্তরাষ্ট্র আর কোনো উত্তেজনা দেখতে চায় না। ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধের সমাপ্তি হওয়া উচিত।