‘সুস্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ২৮ অক্টোবর সোমবার সকালে নকলা পৌরসভা (এলজিইডি’র নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়) আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
পৌরসভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপ জন মিত্র।
বক্তব্য দেন নকলা পৌরসভার প্রধান নির্বাহী মনিরুল আজাদ, সহকারি প্রকৌশলী ফখর উদ্দিন প্রমুখ।
শোভাযাত্রায় নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।