ads

শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাস মালিক সমিতি ‘দখল ও নিয়ন্ত্রণের’ মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৬, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ

শেরপুরে বাস মালিক সমিতি দখল ও নিয়ন্ত্রণের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার রাতে শহরের খরমপুরস্থ নির্ঝর রেস্তোরা ও কাবাবঘরের হলরুমে বাস-কোচ মালিক ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ। ওইসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শেরপুরের মানুষের সারাদেশের সাথে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ও জেলার পরিবহন মালিকদের মূল্যবান সম্পদ যানবাহনসমূহ রক্ষার্থে এবং হাজার হাজার পরিবহন শ্রমিকের রুটিরুজি নির্বিঘ্ন রাখতে পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সবার সাথে সুসম্পর্ক রেখে কাজ করে যাচ্ছে।

Shamol Bangla Ads

এরপরও আমরা লক্ষ্য করছি যে, একটি নামসর্বস্ব ও ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টালে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মীর নাম জড়িয়ে শেরপুর জেলা বাস মালিক সমিতিকে দখল ও চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনপ্রিয় বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা করছে। ওই বাস টার্মিনালকে কেন্দ্র করে কোন চাঁদাবাজি ও দখলের কোন ঘটনা ঘটেনি। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দই বাস টার্মিনালটি সুন্দরভাবে পরিচালনা করছে। বাস টার্মিনালটিকে ঘিরে বর্তমানে কোন অভিযোগ নেই। তদুপরি যাদেরকে জড়িয়ে মিথ্যা সংবাদটি করা হয়েছে তাদের কোন বক্তব্য নেওয়া হয়নি। এমনকি খবরটিতে কোন অভিযোগকারীরও বক্তব্য নেই কিংবা বাস কোচ মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের কারও বক্তব্য নেওয়া হয়নি। যা গণমাধ্যমের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং আমলযোগ্য অপরাধও বটে। শুধুমাত্র অসুস্থ চিন্তা থেকে এরকম একটি ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে। তাই আমরা ওই মিথ্যা ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এহেন মানহানিকর তথ্য প্রচারের জন্য জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য গণমাধ্যমকর্মী এবং বাস কোচ মালিক সমিতির অন্যান্যের মধ্যে বাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গৌতম কুমার সাহা, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন লিটনসহ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!