শেরপুরের নালিতাবাড়ীতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি ১৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, আটা, মশুর ডাল ও লবণ, চিড়া, পেঁয়াজ এবং সয়াবিন তেল। নালিতাবাড়ী এলাকার ক্ষয়ক্ষতির কথা শুনে পুনর্বাসনের জন্য বন্যার্তদের আরো সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিতরনকালে উপস্থিত ছিলেন-নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, নিরাপদ সড়ক চাই-এর মহাসচিব এসএম আজাদ হোসেন, ময়মনসিংহের নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আব্দুল কাদের চৌধুরী, সহ-সভাপতি স্বাধীন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, প্রিন্সিপাল মুনীরুজ্জামান মুনীর, সমাজসেবী জয়জিত দত্ত শ্যামল, অ্যাডভোকেট শুধাংশু কালোয়ার প্রমুখ।
এদিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ত্রাণ বিতরণের কথা শুনে এলাকার শত শত উৎসুক জনতা তাকে একনজর দেখার জন্য ভিড় করেন।