রাজধানীর বাড্ডার সাতারকুল স্কুল এন্ড কলেজের উদ্যোগে শেরপুরের নকলা, নালিতাবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ১২ অক্টোবর শনিবার ওই ২ উপজেলায় বন্যার্তদের মাঝে ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করে স্কুল কর্তৃপক্ষ। একইসাথে ২টি বন্যার্ত পরিবারকে পুণর্বাসনে ঘর নির্মাণের জন্য সহায়তা হিসেবে নকলার শেকড় ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে ৬ হাজার টাকা।
নগদ অর্থ সহায়তা পেয়েছে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের যোগানিয়া গ্রামসহ ক্ষতিগ্রস্ত এলাকা। নকলা উপজেলায় অর্থ সহায়তা পেয়েছে গণপদ্দী ইউনিয়নের মেদীরপাড়, বরইতার ও বিহারীরপাড় এলাকার বন্যার্ত মানুষ।
অর্থ সহায়তা বিতরণকালে সাতারকুল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, কবি ও শিক্ষক মুহম্মদ জাইদুল ইসলাম, কমল মিয়া, সারোয়ার জাহান শামীম, শেরপুরের চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনুর রহমান সুমন, শেখ সাদী ও সাইম হোসেন এবং নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এ এম ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।