শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে বিধ্বস্ত হওয়া রাস্তা সংস্কার করেছেন জামায়াতের নেতা-কর্মীরা। ১২ অক্টোবর শনিবার উপজেলার তেতুলতলা-পাইকুড়া রাস্তার দরগারপাড়া এলাকায় পাহাড়ি ঢলের পানিতে বিধ্বস্ত হওয়া প্রায় ১০০ ফুট রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দেন তারা ।
জানা যায়, গত ৪ অক্টোবর মহারশি ও সোমেশ্বরী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা-পাইকুড়া রাস্তার দরগাপাড়া এলাকার রাস্তাটি বিধ্বস্ত হয়ে ওই পথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে দুর্ভোগ পোহাতে হয় ওই পথে যাতায়াতকারীদের।
পথচারীদের যাতায়াতের সুবিধার্থে ১২ অক্টোবর শনিবার শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল ও ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের নেতৃত্বে ৫০/৬০ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মী সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিধ্বস্ত রাস্তায় মাটি ভরাটের কাজ করেন তারা।
ওইসময় জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আব্দুর রহিম, আফজাল বিন আকরাম ও আব্বাছ আলীসহ জামায়াতের নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণ ও অংশ গ্রহণ করেন।