শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দিনভর পাঁচশতাধিক তালের বীজ রোপণ করেছে শিক্ষার্থীরা। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের উদ্যোগে নালিতাবাড়ী- কাকরকান্দি সড়কের দুইপাশে এসব তালের বীজ রোপণ করা হয়।
‘সড়কের পাশে তালের বীজ লাগাই, বজ্রপাত থেকে কৃষক বাঁচাই’ এই স্লোগানে সকালে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর বাবু। এসময় ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সারোয়ার হোসাইন, শাহীন আলম,আমানুল্লাহ আসিফ, আবু নাঈম, ফরিদুল ইসলাম, শান্ত, রনি, মিঠুন, রিয়া, রোমানা, নাদিয়া, সাজন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্য শাহীন আলম বলেন, আমরা শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা ঘুরে তালের বীজ সংগ্রহ করে সড়কের পাশে রোপণ করলাম। আমাদের মতো আপনারাও বাড়িতে পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।