ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলতি বছর প্রথম ছয় মাসে মেট্রোরেলের আয় ১৯৫ কোটি টাকা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের আয় নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় এবার চলতি বছরের প্রথম ৬ মাসের প্রকৃত হিসাব গণমাধ্যমকে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। হিসাব অনুযায়ী-উত্তরা থেকে মতিঝিল রুটে চলাচলকারী মেট্রোরেলে প্রথম ছয় মাসে আয় ১৯৫ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৩৮ টাকা। ২৩ সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি-৬ এর অতিরিক্ত পরিচালক মো. জাকারিয়া। তিনি বলেন, ‘গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের আয় নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কোম্পানি প্রথম ছয় মাসের আয়ের তথ্য গণমাধ্যমে জানিয়েছে।’

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, মেট্রোরেল চলতি মাসের প্রথম ১৮ দিনে ২০ কোটি আর আগের ছয় মাসের আয় ২০ কোটি টাকা। তবে ফ্যাক্ট চেক থেকে দেখা যায়-মেট্রোরেল চালুর প্রথম ছয় মাসে আয় ছিল ১৮ কোটি টাকা।

ডিএমটিসিএল সূত্র বলছে, গতকাল আয় নিয়ে এমন তথ্য ছড়িয়ে পড়লে ডিএমটিসিএল চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) পর্যন্ত আয়ের তথ্য হিসেব করেছে। ২০২৩ সালের পরের ছয় মাসের তথ্যও প্রকাশ করা হবে। তবে ৪ নভেম্বর থেকে মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত শুরু করে। তাই হিসাবের ক্ষেত্রেও এটা বড় প্রভাব ফেলবে।

Shamol Bangla Ads

এর আগে গত বৃহস্পতিবার ডিএমটিসিএল এক সংবাদ সম্মেলনে জানায়, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে ২ শুক্রবার বন্ধ ছিল। গত বুধবার আয় হয়েছিল মাত্র ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে। এ দিন ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে। এতে ওই দিন মেট্রোরেলের আয় হয়েছে সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এ ছাড়া গড়ে প্রতিদিন ৩ লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!