ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন হাথুরু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তাঁরা। চন্ডিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তাঁর শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি।

Shamol Bangla Ads

গত পরশু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই প্রস্তুতি নিচ্ছেন শান্তরা। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, সেটিও তাদের মাঠে। সঙ্গে ধবলধোলাই—এমন ইতিহাস গড়ার পর সেটি ভারতে বাংলাদেশ দলের ওপর চাপ তৈরি করবে কিনা জানতে চাওয়া হয়েছিল হাথুরু থেকে। এ নিয়ে বাংলাদেশ কোচের কথা, ‘এটা (পাকিস্তানের বিপক্ষে জয়) নিঃসন্দেহে আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে এই সিরিজে। ফলাফলকে এক পাশে রেখে, যেভাবে ওই সিরিজে আমরা খেলেছি, পরিস্থিতি সামলেছি, পিছিয়ে পড়ার পরও ফিরে আসা এবং যারা এতে অবদান রেখেছে—এ সব কিছু এই সিরিজে আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। চাপে (ভারতের বিপক্ষে) থাকাটাই সুবিধাজনক। আমরা বুঝতে পারছি কোথায় দাঁড়িয়ে আমরা এবং শক্তি ও সীমাবদ্ধতা।’

Shamol Bangla Ads

বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেছেন, ‘সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!