শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবন, কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর সোমবার সকালে প্লেসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের নবাগত পুলিশ সুপার ও প্লেসের সভাপতি মো. আমিনুল ইসলাম।
প্লেসের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
আলোচনা অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্যের বিষয়ে নানা আলোচনা করা হয়। ওইসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।