শেরপুরের শ্রীবরদীতে বৈধ জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে পৌর শহরের শেকদি মোড়ের বাজারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীবরদীর গিলাগাছা গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে বাবুল তালুকদার।
তিনি বলেন, জীবিকার তাগিদে আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। ওই সময় শ্রীবরদী সদরের বাসস্ট্যান্ড সংলগ্ন শম্ভূগঞ্জ মৌজায় আমার ক্রয়কৃত বিআরএসের ২৩৮১ নং দাগে ১৯ শতাংশ জমি পরিত্যক্ত ছিল। সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকার দেশে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ জন্য আমার বৈধ জমিতে ঘর নির্মাণ করেছিলাম। রহস্যজনক কারণে কয়েকজন কুচক্রী ওই জমি থেকে আমাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ওইসময় বাবুল তালুকদারের ছেলে রাসেলুজ্জামান ওরফে রাসেল তালুকদার বলেন, আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গোসাইপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক। বিগত সরকার আমলে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত ছিলাম বলেই বিচার চায়নি। সরকার পরিবর্তন হওয়ায় আমরা বৈধ কাগজপত্র নিয়ে জমিতে গিয়েছিলাম। এ নিয়ে দলীয়ভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে। মূলত ওই জমি আমার বাবার। দলিল আছে। রেকর্ড আছে। খারিজ করা হয়েছে। অথচ আমরা ওই জমিতে যেতে পারছি না। আমরা ন্যায় বিচার আশা করি।
ওইসময় ওই ভুক্তভোগী বাবুল তালুকদার ও তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।