শেরপুরের নালিতাবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর আয়োজনে সনাক কার্যালয়ে বিতর্কের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

‘বর্তমান তরুণরাই সুন্দর দেশ গড়ার কারিগর’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বিতর্কের ফাইনালে সনাক, নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী।
ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও সনাকের সহসভাপতি মশিউর রহমান, সনাক সদস্য আব্দুল ফাত্তাহ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ভুট্ট্য প্রমুখ।
বিতর্কে বিপক্ষ দল পদ্মা বিজয় অর্জন করে এবং পক্ষ দল মেঘনা পরাজিত হয়। বিতর্কের সেরা বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দল পদ্মা’র দলনেতা অভিজিৎ সাহা। পরে বিজয় ও অংশগ্রহনকারীদের মাঝে ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়
