ভোটবিহীন সমঝোতার কমিটি বিলুপ্ত ঘোষণা
ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির ভোটবিহীন সমঝোতার কার্যনির্বাহী কমিটি অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সমিতির ২নং ভবন মিলনায়তনে আয়োজিত এক জরুরি সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেইসাথে একই সভায় বিএনপিপন্থী প্যানেলের বিদায়ী সহ-সভাপতি এ্যাডভোকেট মো. আশরাফুল আলম লিচুকে ভারপ্রাপ্ত সভাপতি ও বিদায়ী সহ-সাধারণ সম্পাদক মো. মুক্তারুজ্জামানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার সকালে তারা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।
সমিতির বিদায়ী সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল কাদের খান, এ্যাডভোকেট আলহাজ্ব মো. সাখাওয়াত উল্লাহ তারা ও এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এ্যাডভোকেট আব্দুল মান্নান, এ্যাডভোকেট আতাহার আলী, এ্যাডভোকেট আশরাফুন নাহার রুবী, এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এ্যাডভোকেট রওশন আরা প্রমুখ।
সভায় ভোটবিহীন সমঝোতার নির্বাহী পরিষদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের দাবি উঠায় মো. আশরাফুল আলম লিচু ও মো. মুক্তারুজ্জামান ব্যতীত সভাপতি এমকে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপনসহ অন্যান্য সকল কর্মকর্তা পদত্যাগ করেন। ওই অবস্থায় ২ সদস্যের অর্ন্তবর্তীকালীন পরিষদ ঘোষণা করা হয়। সেইসাথে পরবর্তী এক সপ্তাহের মধ্যে সদ্য বিলুপ্ত কমিটির কাছ থেকে হিসাব-নিকাশসহ দায়িত্ব বুঝে নিয়ে সাধারণ সভার মাধ্যমে অন্তর্বর্তীকালীন একটি আহবায়ক কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি তৎকালীন ক্ষমতাসীন দলের একাংশের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ হস্তক্ষেপে সমঝোতার ভিত্তিতে বিএনপি ও সমমনাদের পন্থী আইনজীবীদের তরফ থেকে এমকে মুরাদুজ্জামানকে সভাপতিসহ ৬ পদে এবং আওয়ামী লীগ ও সমমনাদের পন্থী আইনজীবীদের তরফ থেকে আবুল মানসুর স্বপনকে সাধারণ সম্পাদকসহ ৭ পদে বিনা ভোটে কমিটি গঠিত হয়।