শেরপুরের নকলায় নাগরিকসেবা অব্যাহত রাখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন। ২৭ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওইসময় গণপদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুর রহমান আবুল, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখের মহিউদ্দিন বুলবুল, চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া উম্মুল বানিন বলেন, চলমান পরিস্থিতিতে কোনভাবেই যেন নাগরিক সেবাগুলো বন্ধ না সেদিকে সকলকেই আরো ভালভাবে দায়িত্ব পালন করতে হবে।