২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামাম উল হক। দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন! চতুর্থ দিনের শুরু থেকেই ড্রাইভিং সিটে নাজমুল হোসেন শান্তর দল। তবে মুলতানের সেই স্মৃতি তাড়া করেছে অনেকটা সময় ধরে। অন্তত মোহাম্মদ রিজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন। শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লেও মুলতানের ইনজামাম হতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ফলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
আগা সালমানকে ফাইন লেগ দিয়ে চার মেরেই ইতিহাসে গড়েন জাকির হাসান। জড়িয়ে ধরেন সতীর্থ সাদমান ইসলামকে। এই আনন্দ যে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ের। ২০০১ থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশ খেলতেও শুরু করেছে তখন থেকে। সেখানেও বাংলাদেশের ভান্ডার শূন্য। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট জিতে ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ।
৩০ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন। ইনিংসের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে লেগ সাইডে ফ্লিক করতে যান জাকির। তবে লিডিং এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে হয়ে যায় চার।
চতুর্থ ওভারে নাসিম শাহ বোলিংয়ে এসে হজম করেছেন দুই চার। ওভারের পঞ্চম বলে চার এসেছে লেগ বাই থেকে। শেষ বলে মিড অন দিয়ে চার মেরেছেন সাদমান। ৪ ওভারে ১৮ রান তুলে ফেলা বাংলাদেশের জিততে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। সপ্তম ওভারের তৃতীয় বলে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ফেলে ৩০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫
পাকিস্তান ২য় ইনিংস: ১৪৬ (লিড ২৯)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৩০) ৬.৩ ওভারে ৩০/০ (জাকির ১৫ *, সাদমান ৯ *)
ফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী