রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার সকালে উপজেলা সুজনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মেইনরোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা সুজনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ২৭ দফা দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মেহেদী হাসান হালিম, প্রভাষক আবু বকর সিদ্দিক, হারুনুর রশিদ, মোবারক হোসেন, শাহিন তালুকদার প্রমুখ। ওইসময় সুজন উপজেলা কমিটির সর্বস্তরের সদস্যরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে দোকানপাট ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।