গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়।
ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একইসাথে নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন শেরপুরে সেনা ক্যাম্পের দায়িত্বশীল কর্মকর্তারা। ১১ আগস্ট শেরপুর সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেইসাথে আলাদা বিজ্ঞপ্তিতে দেশের চলমান সহিংসতার ঘটনায় শেরপুর মেসার্স মর্ডান অটো রাইস মিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক সামগ্রী কোথাও পাওয়া গেলে বা কারো কাছে থাকলে তা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখিত সামগ্রী ফেরত দানের জন্য বা অন্য কোন তথ্যের জন্য নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে স্থানীয় সেনা ক্যাম্পের তরফ থেকে। ক-০১৭৬৯-২০২৫২৮, খ-০১৭৬৯-২০২৫২৪।