ads

শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
আগস্ট ২, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ডোবা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের চাপাতলী মহল্লার নিজ বাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর শরিফ মিয়া (১৬) মহল্লার ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শরিফ তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার সন্ধ্যায় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শরিফ আর বাড়ী ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পায়নি। পরে আজ সন্ধায় বাড়ি থেকে সামান্য দূরের একটি ডোবায় শরিফের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

Shamol Bangla Ads

শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে একটি ডোবা হতে কিশোরের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!