শেরপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই বুধবার বিকেলে শহরের রঘুনাথ বাজার মোড়ে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন, মো. আতাহার আলী, মামুনুর রশিদ পলাশ, ফজলুর রহমান তারা, আবু রায়হান রুপন, মো. সাইফুল ইসলাম, এএসএম রফিকুল ইসলাম শিপন, মহিলা দল নেতা সুলতানা রাজিয়া, লিপি বেগম প্রমুখ।

ওইসময় জেলা-উপজেলার বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
