এখন তোমার কথা মনে পড়ার সে কাল-
এখন আষাঢ়
এখন হামেশাই আকাশ থাকবে না আকাশে,
পাহাড় সরে যাবে পাহাড় থেকে,
পাতাও রাখবে না খবর পাতার
এখন নীরবতা খুব শরীর পাবে,
পাবে মাঠ-মাঠ ধোঁয়ার মতো কোনো সফেদ অন্ধকার
এখন আষাঢ়
পথে পথে পাওয়া যাবে বেনামী কান্না-কুঁড়ি, স্মৃতিকথার বকুল
এখন, থেকে থেকে মনে হবে-
কী যেন, কে যেন, হারিয়েছে তোমার আমার

(০২.০৭.২০২৪॥ ময়মনসিংহ)
