বিশ্বকাপ জয়ের পর আর দেরি করেননি বিরাট কোহলি। ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ভারতের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা এই ক্রিকেটার। এরপর সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেন রোহিত শর্মা। ভারতের অধিনায়ক জানান, তিনিও আর দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলবেন না।

এবার একই পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিদায়ের বার্তা দেন এই অলরাউন্ডার।
ইনস্টাগ্রাম পোস্টে জাদেজা লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ হৃদয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছি। গৌরবের সঙ্গে দ্রুতবেগে ছুটে চলা ঘোড়ার মতো আমি সব সময়ই দেশের জন্য সেরাটা দিয়েছি, এখন আমার কাজ হবে অন্য দুই সংস্করণে সেটা করে যাওয়া।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। সব স্মৃতি, উল্লাস আর বিরামহীন সমর্থনের জন্য ধন্যবাদ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচের ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন জাদেজা। আর ৭১ ইনিংসে বল হাতে নিয়ে ৭.১৩ ইকোনমিতে নিয়েছেন ৫৪ উইকেট।
