শেরপুরের নালিতাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের ৫৯০ জন উপকারভোগীদের ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার খইড়া বাঘবেড় এলাকায় ১০ দিনব্যাপী ওই প্রশিক্ষণের সমাপ্তি হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপকারভোগীদের জীবন মান উন্নয়ন ও স্বাবলম্বী হতে করণীয় সম্পর্কে ৫৯০ জন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়জুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবীর প্রমুখ।
এছাড়াও সেলাই মেশিন প্রশিক্ষক ও দর্জি প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন। এর আগে গত ১২ জুন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

প্রসঙ্গত, হাতে কলমে প্রশিক্ষণসহ সচেতনতামূলক বিষয় নিয়ে এ প্রশিক্ষণে আলোচনা করা হয়।
