শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ষভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালা, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক আজকের পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
সভার শুরু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফুলমালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

পরে বক্তারা শ্রীবরদী উপজেলাকে একটি স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
