মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে অপপ্রচার রোধে শেরপুরের নালিতাবাড়ীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে ২২ জুন শনিবার বিকেলে শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে
ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে ওইসময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি এবিএম সাব্বির মোকাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শহীদ নাজমুল আহসানের ভাই সাদরুল আহসান মাসুম, মুক্তিযোদ্ধার সন্তান মো. রব্বানী প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, প্রতিটি চাকুরীতেই বেশ কয়েকটি কোটা রয়েছে। তাহলে সব কোটা বাদ দিয়ে শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত বিতর্ক কেন? সর্বোচ্চ আদালত থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা থাকবে এই রায় এসেছে।

এরপর থেকেই স্বাধীনতা বিরোধী একদল অপশক্তি মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তি ও বাজে মন্তব্য করছে৷ আমরা চাই এই ধরনের অপপ্রচার রোধে যেনো প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়।
