শেরপুর সরকারি কলেজের ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৯ জুন বুধবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (চলতি দায়িত্ব) প্রফেসর শাহ্ কামাল উদ্দীন।

ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শংকর কারুয়া, বিভাগের বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম রাজু, সহযোগী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক দেবাশীষ সাহা রায়, কবি ও সাংবাদিক রফিক মজিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৪ সালে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৮১ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
