শেরপুরের নকলায় গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে গাঙচিল সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন মঙ্গলবার রাতে নকলা শহরের হলপট্টিস্থ নকলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি, কবি ও সাংবাদিক রফিক মজিদ। ওইসময় বিশেষ অতিথি ছিলেন নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ।
গাঙচিল নকলা শাখার আহ্বায়ক এ এম ফিরোজ এর সভাপতিত্বে সাহিত্য বিষয়ে আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। শুরুতে কবি অসীম শহর মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আলোচনা সভা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন রফিক মজিদ, এ এম ফিরোজ, কবি ও সাংবাদিক আব্দুল মোত্তালেব সেলিম, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক, কবি আবু রায়হান, সাংবাদিক আরিফুর রহমান, কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন, শিক্ষক মো: সজিব প্রমুখ।
