‘কৃষি সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বুধবার বিকেলে পৌরশহরের তারাকান্দি মরহুম চান মাস্টারের বাড়ির আঙ্গিনায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চলতি অর্থবছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত ওই মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হুমায়ুন দিলদার।

সাবেক শিক্ষক আজিজল হকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষক ইব্রাহিম প্রমুখ।
