কেবল আমৃত্যু নয়, -অনন্তকালেও
তোমায় দৃষ্টির সীমানায় রাখতে
না ভুলতে বা কোনো জটিল সমীকরণে না ভোগতে,
যখনই জীবনের এমন সূত্রকে নিই
আয়ত্বে- ঠোঁটস্থে;

তুমি সূত্রের ধারণ ক্ষেত্রে
করো কুঠারে -শাবলে আঘাত
পাষাণ আগুন বুষ্টিতে পোড়াও
আগ্নেয়গিরির উদগীরণ লাভায়
ঠেলে ফেলো- মুখস্থে।
তোমার এমন বিধ্বংসী-আগ্রাসী
মনোভাবে
আচরণে
প্রেম বোধে
নিঃসাড় আমি মরে বেঁচেও ভুলি না সেই সূত্র;

হালে অচেনা যদিও তোমায়
সূত্র ঠিকই চিনে নেয় আমায়
অংকের সূত্রের সুবাদে -জীবনের সূত্র
শিখেছি বলেই, চিনেছি জটিল ক্ষেত্র।
(২৮/০৫/২৪ ইং)
