শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বুধবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল লতিফ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।

ওইসময় ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আমিনুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
