ads

রবিবার , ১২ মে ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে প্রথমবারের মতো ভেটেরিনারি সপ্তাহ উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো বিশ্ব ভেটেরিনারি সপ্তাহ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সপ্তাহব্যাপী উদ্বোধনী র‍্যালি, কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার উপস্থাপনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ এর ভেট সপ্তাহ ও সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ মে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

সেমিনারে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংর্বধিত ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেয়াজুল হক।

Shamol Bangla Ads

সংর্বধিত অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, ভেটেরিনারিকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে অনুভব না করলে নিজেও ক্ষতিগ্রস্ত সাথে রাষ্ট্র গঠনেও কোন অবদান থাকবে না। কোন ভেটেরিনারিয়ান কোথাও চিকিৎসা দিতে গিয়ে শুধু ঔষধ দিয়ে আসলো কিন্তু এনিমেল হাউজিং ডিজাইন বা ফুড নিউট্রেশান ঠিক করে দিলোনা তবে সে অর্ধেক সেবা দিয়ে আসলো। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্মার্ট কম্বাইন্ড সিলেবাস প্রয়োজন। একজন ভেটেরিনারিয়ানকে উভয় জ্ঞান না থাকলে প্রান্তিক পর্যায়ে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব নয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, গবেষকরা শুধু অধিক খাদ্য উৎপাদন নিয়ে কাজ করছে। যদি নিরাপদ খাদ্য উৎপাদন না করা যায় তবে তা সমুদ্রে পথ হারা নাবিকের পানির অভাবে মৃত্যুর মতো হবে। দেশের প্রাইভেট কোম্পানিগুলো বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করে দেশের প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে চড়ামূল্যে বিক্রি করছে। আমাদের দেশে প্রতিবছর যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হয় তাদের কাজে লাগিয়ে এই ভ্যাকসিনগুলো দেশেই তৈরি করা সম্ভব।

অনুষ্ঠানে ‘পশু চিকিৎসকরা অপরিহার্য স্বাস্থ্যকর্মী’ প্রতিপাদ্য বিষয় মুল প্রবন্ধ উপস্থাপন করেন উচ্চশিক্ষা গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোঃ আবু হাদী নূর আলী খান এবং ভেটেরিনারি সায়েন্স সম্পর্কে তথ্যবহুল আলোচনা করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। এছাড়াও আয়োজক কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. রোখসানা পারভীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ রাফিকুল আলম। অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষক, ছাত্রছাত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!