শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার সকালে ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের মুন্সীরচর বাজার অনুরণ এক্সক্লুসিভ স্কুলের অধ্যক্ষ কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ।
শিক্ষক আব্দুল হালিম বিএসসির উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহমদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মিলন, স্থানীয় ইউপি সদস্য উপেন চন্দ্র রায়, কুমরি কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক মো. জিয়াউল ইসলাম, প্রতিভা প্রিপারেটরী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছাত্তার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, বিদায়ী ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও নবীন ৩০ জন শিক্ষার্থীকে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া হয়। আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
