নবনির্বাচিত ৩ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ লাভ করেছেন কর্মরত ৬ সাংবাদিক। এছাড়া নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে ইতিপূর্বে বাছাই হওয়া সহযোগী সদস্যদের চূড়ান্তকরণ এবং জেলা পর্যায়ে কর্মরত অন্যান্য সাংবাদিকদের সহযোগী সদস্যপদের জন্য আবেদন আহবানসহ জেলার নবনির্বাচিত ৩ জন সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানোর সিদ্ধান্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের এক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতেই ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম চঞ্চল ও প্রচার সম্পাদক তপু সরকারের উপর দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ এবং সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদের পুলিশ কর্মকর্তা ভাতিজা ও সাধারণ সদস্য নাঈম ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সেইসাথে জেলার নবনির্বাচিত ৩ জন সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, মো. ছানুয়ার হোসেন ছানু ও এডিএম শহিদুল ইসলামকে প্রেসক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ইতিপূর্বে সাধারণ সদস্য হয়েও নবায়ন না করায় সদস্যপদ হারানো ৬ জন সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে ১ হাজার টাকা পরিশোধ সাপেক্ষে তাদের সদস্যপদ নবায়নের সুযোগ এবং ইতিপূর্বে বাছাই হওয়া সহযোগী সদস্যদের মধ্যে ৫ জনের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ৫শ টাকা পরিশোধ সাপেক্ষে তাদেরসহ অন্যান্যদের সহযোগী সদস্যপদ চূড়ান্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া একই সময়ের মধ্যে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে সহযোগী সদস্য পদের জন্য আবেদন আহবানের সিদ্ধান্ত হয়। সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। তাছাড়া প্রেসক্লাব ভবনের চলমান উন্নয়ন কাজ দ্রুত সমাপ্ত করার বিষয়ে গুরুত্বারোপসহ বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনসহ ইতিপূর্বে পূর্ববর্তী নির্বাহী পরিষদের নেওয়া কতিপয় সাংবাদিককে কালো তালিকাভূক্ত করার সিদ্ধান্ত বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত ও রেদওয়ানুল হক আবীর, কোষাধ্যক্ষ রওশন কবীর আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম চঞ্চল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন আলিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, প্রচার সম্পাদক তপু হারুন, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, আবুল হাশিম প্রমুখ।
