বিসিএস শিক্ষা ক্যাডারের চৌকস সুদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ও ময়মনসিংহ মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।

এক প্রতিক্রিয়ায় নয়া শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবু তাহের বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় একটি স্মার্ট আধুনিক শিক্ষা বোর্ড গড়ে তুলতে চাই।
ময়মনসিংহ মুমিনুন্নিছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় তাকেসহ প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অভিনন্দন বিবৃতিদাতাগণ হলেন- নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম ও সালাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
