’সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদশ’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় সমাজসবা দিবস উপলক্ষে র্যালি ও আলাচনা সভা হয়েছে।

দিবসটি উপলক্ষে ২ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়াজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলাচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনসুর আহমদ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

সভা শেষে উপজেলার ৪ জন প্রতিবন্ধীর মাঝে নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, পল্লী মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ও গনপদ্দী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে বয়স্ক ভাতার নতুন বই বিতরণ করা হয়।
