শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর এবার আরও একটি কেন্দ্রের পোস্টার, ব্যানার ও সামিয়ানা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর ইমামবাড়ি মাজারসংলগ্ন নৌকা প্রতীকের কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পর স্থাপন করা হয় নৌকা প্রতীকের ওই কেন্দ্রটি। মঙ্গলবার রাত ১১টা অবধি এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল ওই কেন্দ্রে। কিন্তু বুধবার ভোরবেলায় স্থানীয়রা দেখতে পান, ওই কেন্দ্রের পোস্টার, ব্যানার ও সামিয়ানা কেটে ছিন্ন-ভিন্ন করে ফেলা হয়েছে। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের ছবি ও নৌকা প্রতীকের ব্যানার ভিন্নভাবে কেটে বিকৃত করা হয়েছে। ঘটনা টের পাওয়া যাওয়ার আশঙ্কায় কেন্দ্রের পাশে থাকা মুদি ও চা দোকানদার লেবু মিয়ার দোকানঘরের দরজা বাহির দিয়ে নাইলন দড়ি দ্বারা আটকিয়ে রাখা হয়। খবর পেয়ে সদর থানার এসআই জালাল উদ্দিন ও এসআই মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন জানান, নৌকার ওই কেন্দ্রটি স্থাপনের পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় সমর্থকরা আমাদের নানাভাবে চাপ ও হুমকি দিচ্ছিল। তার ধারণা, তারাই ওই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি আরও জানান, ওই ঘটনায় তারা আইনগত পদক্ষেপ নিচ্ছেন।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় নৌকার কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সামিয়ানার কিছু অংশ ও নৌকা প্রতীকের পোস্টার ভস্মিভূত হয়।
