শেরপুরে রূপালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফিতা কেটে জেলা শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় স্থাপিত এই বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাহাঙ্গীর।

এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেড, জামালপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. ইকবাল হোসেন খাঁ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের এমডি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ব্যাংকটির বর্তমান গ্রাহক সংখ্যা ৭ লাখের ওপরে। চলতি ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের সেবা প্রদান ত্বরান্বিত করার লক্ষ্যে শেরপুরে ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হলো। এর মাধ্যমে ব্যাংকের এটিএম কার্ডধারী গ্রাহক শেরপুর জেলাসহ দেশের যে কোন প্রান্ত থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

রূপালী ব্যাংকের এমডি জাহাঙ্গীর আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির মন্দার মধ্যেও ব্যাংকের সকল নির্বাহী ও গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটির নগদ আদায়ের পরিমাণ ৪৭২ কোটি টাকা। বছর শেষে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি গ্রাহককে আন্তরিকভাবে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য ব্যাংকের সকল নির্বাহীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এটিএম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের জামালপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. শাহজাহান, শেরপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. মাজহারুল হক, ব্যাংকের আইন উপদেষ্টা ও দুদকের সরকারি কৌঁসুলি মোখলেছুর রহমান জীবনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
