‘কৃষি সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের শ্রীবরদীতে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। ২৯ নভেম্বর বুধবার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়। শ্রীবরদী উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন। ওইসময় কৃষি অফিসার সাবরিনা আফরিন জানান, শ্রীবরদী উপজেলায় ৪ হাজার জন কৃষকের মাঝে ৫ কেঝি করে বোরো ধানের (উফশী) এবং ৪ হাজার কৃষকের মাঝে ২ কেজি করে বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনা প্রদান করা হয়।
বোরো ধানের (উফশী) প্রণোদনার ক্ষেত্রে প্রতিজন কৃষককে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং বোরো ধানের (হাইব্রিড) প্রণোদনার ক্ষেত্রে প্রতি জন কৃষক ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়।

ওইসময় গণমাধ্যমকর্মী, কৃষি অফিসের সংশ্লিষ্টসহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
