ads

সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষের জন্য আমাদের সেরাটা রেখে দিয়েছিলাম : কামিন্স

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

২০২৩ সালকে প্যাট কামিন্সের বছর বললে খুব একটা ভুল হয় না। অস্ট্রেলিয়ার ক্রিকেটে বল টেম্পারিং কাণ্ডের পর অধিনায়ক হয়ে আসেন তিনি। এরপরেই কামিন্সকে নেতৃত্বের ভার দেয় অস্ট্রেলিয়া। এরপরের গল্পটা নানাবিধ সাফল্যের। টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজের পর একই বছরে বিশ্বকাপের শিরোপাও উঁচিয়ে ধরেছেন এই অজি অধিনায়ক।

Shamol Bangla Ads

রবিবারের ফাইনাল শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি আমরা শেষের জন্য আমাদের সেরাটা রেখে দিয়েছিলাম। আমরা পুরো টুর্নামেন্টে প্রথমে ব্যাটিং করেছি। তবে লক্ষ্যে তাড়া করতে নামার জন্য আজকের রাতটা দারুণ ছিলো। আমরা যতোটা ভেবেছিলাম, পিচ ততটা স্পিন সহায়ক ছিলো না। ছেলেরা ছিলো দুর্দান্ত। সবাই তারা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে।’

ফাইনালের দিন স্নায়ুচাপে ছিলেন অধিনায়ক কামিন্স। পুরো ম্যাচে ছিলেন ড্রেসিংরুমে, ‘দলে আমি তাদের একজন, যারা স্নায়ু চাপে ভুগছিলাম। কিন্তু হেড এবং মার্নাস খেলাটাকে এগিয়ে নিয়েছে। যখন সে (হেড) হাত ভেঙে ফেলেছিল নির্বাচকেরা তখনো ওপর ভরসা করেছিল। এটা ঝুঁকিপূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত কাজে দিয়েছে। তার ব্যাটিং দেখা দারুণ ব্যাপার।’

Shamol Bangla Ads

দর্শকদের চুপ করানো নিয়ে কামিন্স বলেন, ‘এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটিই সত্যিই অনেক বেশি ছিল।’

তবে ভারতীয় দর্শকদের প্রশংসা করতেও ভুল করেননি অজি দলপতি। বলেন, দর্শকরা দুর্দান্ত। ভারতে ক্রিকেটের জন্য থাকা এই প্যাশনের তুলনা নেই। পেছন ফিরে তাকালে এটি দারুণ মুহূর্ত। ফল যা-ই হোক না কেন, এমন একটি দিন আমরা ভুলব না।

বছরটা দুর্দান্ত কাটছে অস্ট্রেলিয়ার জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে শিরোপা ধরে রাখা। তবে সবকিছুর ওপর কামিন্স রাখছেন বিশ্বকাপ শিরোপাকেই। তিনি বলেন, চারপাশে তাকিয়ে ভাবছিলাম, আজ রাতে যা-ই ঘটুক না কেন মুহূর্তটি বিশেষ। বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম। এই বছরটি দীর্ঘসময় ধরে মনে থাকবে। শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা (বিশ্বকাপ) সবকিছুর ঊর্ধ্বে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!